কোম্পানী চাকরি

অপারেটর পদে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ bashundhara job circular 2022

বসুন্ধরা গ্রুপ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে জুরুরি ভিত্তিতে কিছু সংখ্যাক জনবল নিয়োগ দেওয়া হবে। অপারেটর পদে অষ্টম শ্রেণি পাশের নিয়োগ দিবে বসুন্ধরা গ্রুপ । যারা আবেদন করতে ইচ্ছুক বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন ে

পদ সমূহ : অপারেটর গ্রেড-১ প্রসেসিং লাইন , অপারেটর গ্রেড-১ ওভেন, অপারেটর গ্রেড-১ ডেট কোডিং, অপারেটর গ্রেড-১ সস প্ল্যান্ট, দক্ষিণ কেরানীগঞ্জ , প্যাকেজিং মেশিন অপারেটর গ্রেড-১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ
বেতন: আলোচনা সাপেক্ষে

বিজ্ঞপ্তি সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ad_2022-04-11_7_22_b

 

আবেদনের নিয়ম: যারা আবেদন করতে ইচ্ছুক তারা সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবন বৃত্তান্ত , শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয় পত্র সহ আবেদনপত্র (খামের উপরে পদবি উল্লেখ সহ)প্রেরণ করতে হবে।
প্রেরণের ঠিকানা: মানব সম্পদ বিভাগ- সেক্টর এ , বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারস-২ , প্লট # ৫৬/এ, ব্লক # সি. উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯
প্রেরনের শেষ তারিখ: ১৮-০৪-২০২২ইং

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button