বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । Bangladesh Police Constable Job Circular 2024
Bangladesh Police Jobs Circular 2024 । Constable Jobs 2024 । বাংলাদেশ পুলিশ এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশি হয়। ট্রেইনি রিক্রট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪বাংলাদেশ পুলিশ একটি ডিফেন্স সরকারি সংস্থা । বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যারা আবেদন করতে আগ্রহী তারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তির সকল বিস্তারিত ও আবেদনের নিয়ামাবলী দেওয়া হলো:
Bangladesh Police Constable Job Circular 2024
অনলাইন আবেদন করতেঃ http://police.teletalk.com.bd |
আবেদন শুরুঃ ১৯/০১/২০২৪ সকাল ১০.০০ ঘটিকায় |
আবেদনের শেষ তারিখঃ ০৭/০২/২০২৪ রাত ১২.০০ ঘটিকায় |
অফিসিয়ার ওয়েবসাইটঃ police.gov.bd |
চাকরির ধরনঃ সরকারি চাকরি |
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ |
আবেদন ফি জমার মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম |
আবেদন ফিঃ ৪০ থেকে ১২০ টাকা |
শারীরিক মাপ:
সাধারণ কোটা: উচ্চতা- পুরুষ- ৫ ফুট ৬ ইঞ্চি ; নারী: ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ: ৩১ ইঞ্চি সম্প্রসারিত ৩২ ইঞ্চি
অনলাইনে আবেদনের নিয়মাবলি:
ক. police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পুরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পুরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়কহি সাবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়ােজনীয় সহায়তা নেয়া যাবে;
খ. আবেদনের সময় ১৯ জানুয়ারি ২০২৪ সকাল ১০.০০ ঘবটিকা হতে ০৭ ফেব্রুয়ারী ২০২৪ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;
গ. আবেদন ফরম পুরণ করার অব্যবহিত পরে যােগ্য প্রার্থী একটি User iD পাবেন। উক্ত User iD-তে আবেদন ফরম পুরণের ৭২ ঘন্টার মধ্যে যেকোনাে টেলিটক প্রি-পেইড মােবাইল হতে ৪০/- সার্ভিস চার্জ বাবদ (অফেরতযােগ্য) জমা করতে হবে;
Onine আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্য্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্তর Submit করার পূর্বে পুরণকৃত সকলতথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে
চ, প্রার্থীকে online-এ পূরণকৃত আবেদনপন্রের একটি রঙ্তিন প্রিস্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে।