সরকারি চাকরি

৭৬৫ জন নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর- DGHS jobs Circular 2022

স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ দেবে । ৭৬৫ জন নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর dghs.gov.bd jobs Circular 2022 যাদের যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য একটি বিশাল সুযোগ এ চাকরিতে আবেদন করে নিয়োগ প্রাপ্তি লাভ করা। একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মানে বেকারত্ব কমে যাওয়া ।নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত ও আবেদনের নিয়মাবলি Jobs Forever School BD তে প্রকাশিত হয়েছে :

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান সরকারি
প্রতিষ্ঠান নাম স্বাস্থ্য অধিদপ্তর
আবেদনের ধরণ অনলাইন আবেদন
অনলাইন আবেদন লিংক dghserpp.teletalk.com.bd
আবেদনের  শেষ তারিখ ২১ জুলাই ২০২২ইং
আবেদন ফি ৫৬০ টাকা
আবেদন ফি জমার মাধ্যম টেলিটক
প্রতিষ্ঠানের ওয়েবসাইট dghs.gov.bd
পদ সংখ্যা ৭৬৫
পদ ক্যাটাগরিস ১০

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

পদ১
পদ নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ১৩ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (এক বছরের ইন্টারর্নশিপ সহ)

পদ২
পদ নাম: ল্যাব কনসালট্যান্ট (মাইক্রোবায়োলজিস্ট/ভাইরালজিস্ট/বায়েকেমিস্ট)
পদ সংখ্যা: ২৭ জন
শিক্ষাগত যোগ্যতা: মাইক্রোবায়োলজি/প্যাথলজি/ল্যাব মেডিসিন/ভাইরোলজি/বায়োকেমিস্ট্র বিষয়ে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রী

পদ৩
পদ নাম: নার্স
পদ সংখ্যা: ১৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং/ডিপ্লোমা ইন নার্সিং

পদ৪
পদ নাম: ডিজিএইচএস সাপোর্ট স্টাফ নন-টেকনিক্যাল
পদ সংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদ৫
পদ নাম : মেডিকেল টেকনোলজিস্ট
পদ সংখ্যা ১০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রী

পদ ৬
পদ নাম: কম্পিউটার/ ডাটা অপারেটর
পদ সংখ্যা: ২ জন
শিক্ষাগত যেগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পাশ

পদ ৭
পদ নাম: ল্যাব এ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ৫৪ জন
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদ ৮
পদ নাম: আয়া
পদ সংখ্যা: ১০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদ ৯
পদ নাম: ওয়ার্ড বয়
পদ সংখ্যা: ১০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদ ১০
পদ নাম: ক্লিনার
পদ সংখ্যা : ১৯৪ জন
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অনলাইন আবেদন করার নিয়মাবলি:

অগ্রাহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ফরমপূরণ করতে হবে : ফরম পূরণ করতে :  dghserpp.teletalk.com.bd তে ভিজিটি করে আপনার পদ সিলেক্ট করবেন তারপর স্বয়স্বয় ফরম পূরণ করতে হবে ।
ফরম পূরণ করে সবকিছু সঠিক থাকলে ছবি ও স্বাক্ষর দিয়ে সাবমিট করে দেন
সাবমিট করার পর একটি ফরম ডাউনলোড হবে সেখানে একটি ইউজার আইডি সহ আপনার সকল তথ্য থাকবে।
উল্লেখিত ইউজার আইডি দিয়ে আবেদন ফি জমা দিতে হবে – ফি জমা দেওয়ার নিয়ম-

প্রেপেইড টেলিটক ফোন দিয়ে ফি জমা দিতে হবে
প্রথম এসএমএস : DGHSERPRPP<space>User ID লিখে Sand করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: DGHSERPRPP ABCDEFG sand to 16222
রিপ্লাই একটি এসএমএস আসবে: Applicant’s Name, TK-560 will be charged as application fee. Your PIN is ( 8 digits Number) to pay fee, type DGHSERPRPP <space>YES<space>PIN and sand to 16222

দিত্বীয় এসএমএস : DGHSERPRPP <space>YES<space>PIN লিখে Sand করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: DGHSERPRPP YES 12345678

রিপ্লাই এসএমএস দিবে
Congratulations! Applicant’s Name, Payment Completed Successfully for DGHSERPRPP  application for post XXXXXXXX User Id is xxxxxxxx and password xxxxxxxxxx

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button