সরকারি চাকরি

বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Air Force Job Circular 2022। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।বাংলাদেশ বিমান বাহিনী একটি ডিফেন্স সরকারি প্রতিষ্ঠান সকল বিমান বাহিনী দেশের জন্য পরিশ্রম করতেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মানে সকল বেকারত্ব কমে যাওয়া। এমওডিসি এয়ার পদে এসএসসি পাশ এবং ১৬ থেকে ২১ বৎসরের সবাই আবেদন করতে পারবেন সবাই জন্য একটি বিশাল সুযোগ বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেওয়ার। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ও আবেদনের নিয়মাবলি প্রদান করা হলো:

প্রতিষ্ঠান সরকারি
প্রতিষ্ঠান নাম বাংলাদেশ বিমান বাহিনী
আবেদনের ধরণ অনলাইন আবেদন
অনলাইন আবেদন লিংক https://joinairforce.baf.mil.bd
আবেদনের  শুরু ও শেষ তারিখ
০৮ মে ২০২২ – ১৪ মে ২০২২ইং
আবেদন ফি ১৫০ টাকা
আবেদন ফি জমার মাধ্যম অনলাইনে পেমেন্ট
প্রতিষ্ঠানের ওয়েবসাইট http://baf.mil.bd/
পদ সংখ্যা
পদ ক্যাটাগরিস ০১

পদ নাম: এমওডিসি এয়ার (MODC Air)

এ পদে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা:

অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষার উর্ত্তীণ
জিপিএ: ২.০০ বাধ্যতামূলক
বৈবাহিক অবস্থান: অবিবাহিত
বয়স: ১৬ হতে ২১ বৎসর (০২ অক্টোবর ২০২২ইং তারিখের মধ্যে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণ যোগ্য নয়।
উচ্চতা: কপপক্ষে: ৫ ফুট ৮ ইঞ্চি
বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারিত ২ ইঞ্চি বেশি হতে হবে।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

 

এমওডিসি এয়ার (MODC Air) পদের জন্য শুধু মাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

অনলাইনে আবদেন করার নিয়মাবলি:

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে https://joinairforce.baf.mil.bd এ ওয়েবসাইটে ভিজিট করে Apply Now অপশনে ক্লিক করে রেজিষ্টেশন করে অনলাইন আবেদন ফরম পূরণ করে ১৫০ টাকা আবেদন ফি পেমেন্ট করে প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button