বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । BHB Job Circular 2022

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। ৫ মার্চ ২০২২ ইং তারিখে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি তে জানা যায় বাংলাদেশ তাঁত বোর্ড ১ টি ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এবং ৩ টি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রের শূণ্য পদে নিয়োগ দেওয়া হবে । যারা আবেদন করতে ইচ্ছুক তারা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন করতে পারবেন । বিজ্ঞপ্তি ও আবেদন এর বিস্তারিত দেওয়া হলো:
প্রতিষ্ঠান | সরকারি |
প্রতিষ্ঠান নাম | বাংলাদেশ তাঁত বোর্ড |
আবেদনের ধরণ | অনলাইন আবেদন |
অনলাইন আবেদন লিংক | http://bhb.teletalk.com.bd |
আবেদনের শেষ তারিখ | ২৭ মার্চ ২০২২ইং |
আবেদন ফি | ৭০০ ও ৫০০ টাকা |
আবেদন ফি জমার মাধ্যম | টেলিটক প্রেপেইড |
প্রতিষ্ঠানের ওয়েবসাইট | http://bhb.gov.bd/ |
পদ সংখ্যা | ৩৫ |
পদ ক্যাটাগরিস | ০৭ |
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন এর বিস্তারিত দেখুন
পদ১
পদ নাম: ইনস্ট্রাক্টর
পদ সংখ্যা: ০৯ জন
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রী অথবা ৩ বছরের অভিজ্ঞাতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা
পদ২
পদ নাম: ডিজাইনার
পদ সংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রী অথবা ৩ বছরের অভিজ্ঞাতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা
পদ৩
পদ নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৯ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
পদ৪
পদ নাম: টেকনিশিয়াল
পদ সংখ্যা: ০৯ জন
শিক্ষাগত যোগ্যতা: তাঁত বুননের কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞাতসহ অস্টম শ্রেণি পাস।
পদ ৫
পদ নাম: মাস্টার ডায়ার
পদ সংখ্যা: ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের অভিজ্ঞতা অথবা এইচএসসি (বিজ্ঞান) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বসরের অভিজ্ঞতা (প্রতিটি ক্ষেত্রেই প্রার্থাীকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণদান সক্ষম হতে হবে)
পদ ৬
পদ নাম: দক্ষ তাঁতি
পদ সংখ্যা: ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস সহ সুতা হইতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তবজ্ঞান সম্পন্ন হতে হবে। সিএইচপিইডি, নরসিংদী ও বস্ত্র দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হব
পদ ৭
পদ নাম: ক্রাফটসম্যান
পদ সংখ্যা: ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা: তাঁত বুননের কাজে ০৩ বৎসরের বাস্তব অভিজ্ঞাতসহ অস্টম শ্রেণি পাস
অনলাইন আবেদন করার নিয়মাবলি:
অগ্রাহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ফরমপূরণ করতে হবে : ফরম পূরণ করতে : bhb.teletalk.com.bd তে ভিজিটি করে আপনার পদ সিলেক্ট করবেন তারপর স্বয়স্বয় ফরম পূরণ করতে হবে ।
ফরম পূরণ করে সবকিছু সঠিক থাকলে ছবি ও স্বাক্ষর দিয়ে সাবমিট করে দেন
সাবমিট করার পর একটি ফরম ডাউনলোড হবে সেখানে একটি ইউজার আইডি সহ আপনার সকল তথ্য থাকবে।
উল্লেখিত ইউজার আইডি দিয়ে আবেদন ফি জমা দিতে হবে – ফি জমা দেওয়ার নিয়ম-
প্রেপেইড টেলিটক ফোন দিয়ে ফি জমা দিতে হবে
প্রথম এসএমএস : BHB<space>User ID লিখে Sand করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: BHB ABCDEFG sand to 16222
রিপ্লাই একটি এসএমএস আসবে: Applicant’s Name, TK-700/500 will be charged as application fee. Your PIN is ( 8 digits Number) to pay fee, type BHB<space>YES<space>PIN and sand to 16222
দিত্বীয় এসএমএস : BHB<space>YES<space>PIN লিখে Sand করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: BHB YES 12345678
রিপ্লাই এসএমএস দিবে
Congratulations! Applicant’s Name, Payment Completed Successfully for BHB applicaiton for post XXXXXXXX User Id is xxxxxxxx and password xxxxxxxxxx